
শেখ রফিকুল ইসলাম
স্নাতক (সম্মান), এমএ (ইংরেজি), এলএলবি (সম্মান), এলএলএমজনাব শেখ ইসলাম ২০ ডিসেম্বর ১৯৮৯ খ্রিস্টাব্দ সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে ১৯৮৬ (৮ম) ব্যাচে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। মাঠপর্যায়ে সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সরকারি বিভিন্ন দপ্তর/সংস্থায় যেমন প্রথম সচিব, এনবিআর; পরিচালক, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও সদস্য, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মাঠপর্যায়ে কর্মরত থাকাকালীন তিনি ব্যক্তিগতভাবে জনস্বার্থে বেশকিছু উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেন, যা উক্ত এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যার কিছু চিত্র নিচের লিংকে যুক্ত করা হলো।
- (১) রাজারহাটে স্যানিটেশন বিপ্লব (দৈনিক প্রথম আলো)
- (২) শেখ রফিকুল ইসলাম ও তাঁর অবলা বান্ধবের কাহিনী (দৈনিক প্রথম আলো)
- (৩) এককালীন ত্রাণ নয়, লক্ষ্য স্থানীয় কর্মসংস্থান (প্রথম আলো)
- (৪) কুড়িগ্রামের অবলাবান্ধব ( প্রথম আলো সম্পাদকীয়)
- (৫) শুনুন অবলাবান্ধবের কথা (প্রথম আলো)
- (৬) রাজারহাটের অবলাবান্ধবঃ অনাথ দুঃস্থ মেয়েদের পথ দেখাচ্ছে (যুগান্তর)
- (৭) রাজারহাটের নীরব বিপ্লব (দৈনিক জনকষ্ঠ)
- (৮) Razarhat Upz first come under 100% sanitation coverage (Daily Observer)
- (৯) রাজারহাটে স্যানিটেশন বিপ্লব (দৈনিক ইনকিলাব)
- (১০) A Silent Sanitation Revolution in Razarhat: Can this Success be replicated elsewhere? (Daily Holiday)
- (১১) ব্যতিক্রমী উদ্যোগ (দৈনিক মানবজমিন)
- (১২) অবলাবান্ধব এবং রাজারহাটের ইউএনও (দৈনিক করতোয়া)